spot_img

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৬ কর্মকর্তা

অবশ্যই পরুন

জনপ্রশাসনে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৬ জন কর্মকর্তা। এর মধ্যে ২১ জন জেলা প্রশাসকও রয়েছেন। বৃহস্পতিবার (মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ১৯৪ জন ও আরেকটি প্রজ্ঞাপনে বিদেশে কর্মরত দুজন কর্মকর্তা রয়েছেন। তারা এত দিন উপসচিব ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন। এছাড়া পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

এছাড়া পদোন্নতি পাওয়া কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর অথবা ই–মেইল (sa1@mopa.gov.bd) দাখিল করতে পারবেন।

সর্বশেষ সংবাদ

লন্ডনে পুলিশের বাধা উপেক্ষা করে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ, ৪৭৪ জন আটক

যুক্তরাজ্যের লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-এর সমর্থনে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়ে ৪৭৪ জনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ।...

এই বিভাগের অন্যান্য সংবাদ