spot_img

ঈদের আগেই নতুন দলের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত জানাবে ইসি

অবশ্যই পরুন

আসন্ন ঈদের আগেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২০ মার্চ) নির্বাচন কমিশন ভবনে আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক নীতিমালা এবং রাজনৈতিক দল নিবন্ধনসহ পাঁচটি বিষয় নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। সিইসির সভাপতিত্বে নির্বাচন সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

তিনি জানান, একটি রিটের পরিপ্রেক্ষিতে নতুন দল নিবন্ধনের বিষয়ে রুলের আদেশ এখনো ইসির কাছে আসেনি। পেলে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। ঈদের আগে রাজনৈতিক দলের নিবন্ধন এবং পর্যবেক্ষক সংস্থা নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তিনি বলেন, ভোটকেন্দ্র স্থাপনে ডিসি-এসপিদের নিয়ে কমিটি থাকছে না এবার। নির্বাচন কর্মকর্তারা ভোট কেন্দ্র স্থাপনে থাকছে বলে সিদ্ধান্ত হয়েছে।

এবার স্বচ্ছ, নিরপেক্ষ ও নজিরবিহীন নির্বাচন করবেন বলেও নিশ্চয়তা দেন সিইসি।

সর্বশেষ সংবাদ

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিশনকে অবশ্যই সফল হতে হবে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ