বাংলাদেশ ম্যাচের প্রস্তুতি হিসেবে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল ভারত। সেই প্রস্তুতি তারা ভালোভাবেই শেষ করেছে। প্রতিপক্ষকে হারিয়েছে ৩-০ গোলে। কিন্তু ম্যাচ শেষে জানা গেছে এক খারাপ খবর। যা ভারতের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ।
ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ মানোলো মার্কেজ নিশ্চিত করেছেন, তাদের তারকা খেলোয়াড় ব্র্যান্ডন ফার্নান্ডেজ ইনজুরিতে পড়েছেন। তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তিনি থাকছেন না। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন তিনি। ম্যাচের ৩৭তম মিনিটে তিনি মাঠে হাঁটতে পারেননি এবং স্ট্রেচারে করে বের করতে হয় তাকে।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘না, ব্র্যান্ডন নিশ্চিতভাবেই খেলতে পারবে না। এটি আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে গত কয়েক দিনের মধ্যে আমরা তিন জন খেলোয়াড়কে হারিয়েছি। তবে আমরা নতুন খেলোয়াড় দলে ডাকবো। ব্রিসন আজ গ্যালারিতে ছিল, দেখা যাক আর কাকে নেওয়া যায়।’
এদিকে, এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারতের উদ্দেশে বৃহস্পতিবার (২০ মার্চ) যাত্রা করে বাংলাদেশ দল। প্রথমে তারা যাবে কলকাতা। সেখান থেকে গোহাটির কানেক্টিং ফ্লাইট ধরবে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
এরইমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরী যোগ দেয়ায় দলে ফিরেছে বাড়তি আত্মবিশ্বাস। সাথে রয়েছেন জামাল-তপুদের মতো অভিজ্ঞরাও। সবমিলিয়ে ভারতে ভালো ফলের আশা করছেন ভক্তরা।