জয়পুরহাটের কালাই উপজেলায় প্রাইভেট কার ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) বিকেলে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বাঁশের ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, উপজেলার ভূগোইল গ্রামের মৃত শাহমুদ্দিনের ছেলে মোহাম্মদ ইদ্রিস (৬০) ও একই গ্রামের মৃত লোকমান আলী মন্ডলের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল (৪০)। আর আহত হলেন ভ্যান ড্রাইভার নুরুল ইসলাম আকন্দ ও বুড়োইল গ্রামের মৃত ভিনসের ফকিরের ছেলে আশরাফ আলী ফকির।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভূগোইল গ্রাম থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানে চড়ে কয়েকজন যাত্রী পুনট বাজারে যাচ্ছিলেন। ভ্যানটি আঞ্চলিক মহাসড়কের বাঁশের সেতু এলাকায় পৌঁছালে দ্রুতগতির প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুইজন যাত্রী নিহত হন। ভ্যানটির চালক ও এক যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
ঘটনাস্থলেই স্থানীয় লোকজন প্রাইভেট কারের ড্রাইভারকে আটক করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে ড্রাইভারকে উদ্ধার করে। এসময় পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে হট্টগোল হয় বলে জানা যায়। আটক ড্রাইভার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মৃত আব্দুস সাত্তার তালুকদারের ছেলে। তিনি নিজেই গাড়িটির মালিক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অপরদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন-পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে ১২ লাখ টাকায় সমঝোতা হয় বলে জানিয়েছেন নিহত ও আহতদের পরিবার ও সংশ্লিষ্টরা। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) এস এম কামাল হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। নিহতদের মরদেহ পরিবার নিয়ে গেছে বলে জানা যায়।