spot_img

ভারত-ভিয়েতনাম থেকে চাল নিয়ে এলো দুই জাহাজ

অবশ্যই পরুন

ভারত এবং ভিয়েতনাম থেকে ৩৫ হাজার মেট্রিক টন চাল নিয়ে দুইটি জাহাজ এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে ২২ হাজার পাঁচশ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে (mv TANAIS DREAM) এবং গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জি টু জি চুক্তির আওতায় (২য় চালান) ভিয়েতনাম থেকে ১২  হাজার পাঁচশ মেট্রিক টন আতপ চাল নিয়ে (mv HONG LINH 1) জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

উল্লেখ্য, ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট এক লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে প্রথম চালানের ১৭ হাজার আটশ মেট্রিক টন চাল এরই মধ্যে দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক সম্প্রদায় থেকে শিগগরিই রোডম্যাপ চায় বাংলাদেশ

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি রোডম্যাপ করতে হবে এবং সেটি শিগগিরই শুরুর কথা...

এই বিভাগের অন্যান্য সংবাদ