spot_img

মাগুরার শিশুটির পরিবারের দায়িত্ব নিলো জামায়াতে ইসলামী

অবশ্যই পরুন

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে সিএমএইচ মারা যাওয়া শিশুটির দাফন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার (১২ মার্চ)। শিশুটির আদি নিবাস শ্রীপুরের সোনাইকুন্ডীতে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এদিকে শিশুটির পরিবারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ রোববার সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির লিখেছেন, ‘মাগুরার শিশু আছিয়ার পরিবার নিতান্তই একটি অসহায় পরিবার। তার পিতা একজন মানসিক রোগী। এ পরিবারে অন্য কোন পুরুষ সদস্য নেই। মানবিক কারণে এই পরিবারের দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে’।

তিনি আরও লেখেন, ‘ইতোমধ্যে মজলুম এই পরিবারের সদস্যবৃন্দকে তা অবহিত করা হয়েছে’।

পরিশেষে সকলের কাছে দোয়ার আবেদন জানিয়ে তিনি লেখেন, ‘আল্লাহ তায়ালা যেন সঠিকভাবে এ দায়িত্ব পালনে আমাদেরকে তাওফিক দান করেন। আমীন’।

সর্বশেষ সংবাদ

১১ বছর বয়সে বন্ধুর সঙ্গে পালিয়েছিলেন কাজল!

মাত্র ১১ বছর বয়সে বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন বলিউড তারকা কাজল। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ