spot_img

সংস্কার ছাড়া নির্বাচন হলে গণতন্ত্র টেকসই হবে না: নাহিদ ইসলাম

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক ইস্যুতে জাতীয় ঐকমত্য চায় জাতিসংঘ। বৈঠকে জুলাই গণহত্যার বিচার ও রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাতিসংঘের সহায়তা চেয়েছেন রাজনৈতিক দলের নেতারা।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে আগামী নির্বাচন, সংস্কার, জাতীয় ঐক্য, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, ‘সংস্কার ছাড়া নির্বাচন হলে গণতন্ত্র টেকসই হবে না— এমনটাই মনে করে এনসিপি। বাংলাদেশের নির্বাচন ও সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতিসংঘ ঐকমত্য দেখতে চায়।’

সর্বশেষ সংবাদ

আইপিএলকে টেক্কা দিতে নতুন ছক আঁকছে সৌদি আরব!

বিশ্ব ক্রিকেটে নতুন যুগের সূচনা করতে সৌদি আরব একটি বৈশ্বিক টি-টোয়েন্টি লিগ আয়োজনের পরিকল্পনা করছে। এই লিগের মূল লক্ষ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ