spot_img

সংস্কার ছাড়া নির্বাচন হলে গণতন্ত্র টেকসই হবে না: নাহিদ ইসলাম

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক ইস্যুতে জাতীয় ঐকমত্য চায় জাতিসংঘ। বৈঠকে জুলাই গণহত্যার বিচার ও রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাতিসংঘের সহায়তা চেয়েছেন রাজনৈতিক দলের নেতারা।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে আগামী নির্বাচন, সংস্কার, জাতীয় ঐক্য, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, ‘সংস্কার ছাড়া নির্বাচন হলে গণতন্ত্র টেকসই হবে না— এমনটাই মনে করে এনসিপি। বাংলাদেশের নির্বাচন ও সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতিসংঘ ঐকমত্য দেখতে চায়।’

সর্বশেষ সংবাদ

গণতন্ত্র ও দেশের শত্রুরাই ওসমান হাদিকে হত্যা করেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সুদুরপ্রসারী নীলনকশা বাস্তবায়নের জন্যই এই রক্তপাত।’ তিনি বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে...

এই বিভাগের অন্যান্য সংবাদ