spot_img

আবারও সিরিয়া আক্রমণ করলো ইসরায়েল

অবশ্যই পরুন

এবার সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি দাবি করেছে, ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের একটি ভবনে এই হামলা চালানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) দামেস্কের একটি আবাসিক এলাকা লক্ষ্য করে তেল আবিব এই বিমান হামলা চালায় বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।

হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি ভবন। ক্ষতিগ্রস্ত হয় থেমে থাকা বেশ কয়েকটি গাড়ি। কোনো প্রাণহানি না ঘটলেও আহত হয়েছেন বেশ কয়েকজন।

এর আগে, গত সোমবারও সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরার বিভিন্ন এলাকায় ১৭ দফায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী।

উল্লেখ্য, গত ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর দেশটিতে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গুঁড়িয়ে দেয়া হয়েছে সিরিয়ার সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা।

সর্বশেষ সংবাদ

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত ৭৮

সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশির শহরে এক মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত...

এই বিভাগের অন্যান্য সংবাদ