spot_img

যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে রাশিয়ার উদ্দেশে মার্কিন প্রতিনিধি দল

অবশ্যই পরুন

ইউক্রেনের সম্মতির পর যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে রাশিয়ার উদ্দেশে রওয়ানা দিয়েছে মার্কিন প্রতিনিধি দল। বুধবার (১২ মার্চ) হোয়াইট হাউজে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন ট্রাম্প। খবর বিবিসির।

এরই মধ্যে প্রস্তাবের বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনকলের সম্ভাবনার কথাও জানা গেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বল এখন রাশিয়ার কোর্টে। যুক্তরাষ্ট্রের কোন কোন কর্মকর্তা মস্কোয় যাচ্ছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ যেতে পারেন বলে জানিয়েছে বেশ কয়েকটি সূত্র।

এদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, শান্তি আলোচনায় রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাইক ওয়ালটজ।

এর আগে, মঙ্গলবার (১১ মার্চ) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠেয় বৈঠকে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইউক্রেন। তবে যুদ্ধবিরতি হবে কিনা, সেটা নির্ভর করছে রাশিয়ার ওপর।

সর্বশেষ সংবাদ

ইউক্রেন সাথে আলোচনার পূর্বে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার শর্ত

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধসহ ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য চুক্তির আগে বিশাল শর্ত জুড়ে দিয়েছে রাশিয়া। তবে কিয়েভের সঙ্গে...

এই বিভাগের অন্যান্য সংবাদ