spot_img

মোহাম্মদপুর থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

অবশ্যই পরুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে ১৩ জন অপরাধী গ্রেপ্তার হয়েছে। পুলিশ গত কয়েকদিন ধরে থানা এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ জন ডাকাতি, ৩ জন ডাকাতির প্রস্তুতি, ১ জন সিআর সাজা পরোয়ানা, ২ জন মাদক, ১ জন ডিএমপির মামালায়, ১ জন খুন, ৩ জন অন্যান্য অপরাধ এবং ১ জন সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অপরাধে গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তারকৃরা হলো- ইজাজ (৪০), সোহেল (২২), আনোয়ার (৩১), শাহ আলম (৬০), জনি (২৪), ইসমাইল (২৭), আতাউর (৩০), রুম্মান (৩৫), স্বপন (৪৫), মনির (২০), ইব্রাহিম (৩৯), খালিদ (৩৯) ও রবিউল (৩৬)।

গ্রেপ্তারকৃতদেরকে সংশ্লিষ্ট অপরাধে আদালতে সোপর্দ করা হয়েছে। ডিএমপি জানায়, এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

জেলেনস্কির সঙ্গে ইউরোপীয় নেতাদেরও হোয়াইট হাউসে ডেকেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে এক বৈঠকে করবেন। সেই বৈঠকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ