spot_img

নেপাল-বাংলাদেশ সহযোগিতার ওপর গুরুত্বারোপ

অবশ্যই পরুন

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ঘনশ্যাম ভাণ্ডারি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কাছে একটি চিঠি হস্তান্তর করেন।

এ সময় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে বাণিজ্য, ব্যবসা, জ্বালানি ও জলবায়ু পরিবর্তন অন্যতম। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, সার্ক ও বিমসটেক-এর বিষয়ে আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপরও আলোকপাত করা হয়।

সর্বশেষ সংবাদ

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হার

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। আইরিশদের দেয়া ১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪২ রানেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ