spot_img

সামনের এক দশক বিশ্ব ক্রিকেটে ভারতের রাজত্ব দেখছেন কোহলি

অবশ্যই পরুন

এক যুগ পর আবারও চ্যাম্পিয়নস ট্রফি জয় করেছে ভারত। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতেছেন ভিরাট কোহলি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সেই সংস্করণের ইতি টেনেছেন তিনি। হয়ত সামনে আরও কিছু বছর খেলবেন আন্তর্জাতিক ক্রিকেট। তবে নিজের অবসরের আগে দেশের ক্রিকেটের পাইপলাইন ও অনুজ ক্রিকেটারদের ওপর সন্তুষ্ট কোহলি। সামনের ৮-১০ বছর ক্রিকেট বিশ্ব শাসন করবে মেন ইন ব্লু’রা— এমনটাই মনে করেন তিনি।

ভারতীয় ক্রিকেট এখন যে জায়গায় পৌঁছে গেছে, প্রতিভার জোগান যেভাবে আসছে, যতটা প্রতিযোগিতা দলে, তাতে সামনেও এমন সুসময়ই দেখছেন কোহলি।

ভিরাট বলেন, সবাই চায়, ছেড়ে যাওয়ার সময় দলকে আরও ভালো জায়গায় রেখে যেতে। আমার মনে হয়, এমন একটি স্কোয়াড আমাদের আছে, আগামী আট থেকে দশ বছর পুরো বিশ্বকে আমরা দেখিয়ে দিতে পারি। শুভমান অসাধারণ করছে, শ্রেয়াস দারুণ, কেএল (রাহুল) ম্যাচ শেষ করছে নিয়মিত এবং হার্দিকও দুর্দান্ত করছে।

ভবিষ্যতের অধিনায়ক ভাবা হচ্ছে যাকে, সেই শুভমান গিলকে পাশে নিয়ে কোহলি বললেন, তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ই দলকে অজেয় করে তুলছে।

কোহলি আরও বলেন, ওরা চেষ্টা করছে খেলাটাকে আরও এগিয়ে নিতে এবং ওদেরকে সহায়তা করতে পেরে, অভিজ্ঞতা ভাগাভাগি করতে পেরে আমরা (অভিজ্ঞরা) খুশি এবং এটিই ভারতীয় দলকে শক্তিশালী করে তুলেছে।

চ্যাম্পিয়নস ট্রফি জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিয়েছেন কোহলি। যেভাবে প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করেছেন তার প্রশংসা শোনা গিয়েছে কোহলির মুখে। বলেন, কঠিন পরিস্থিতিতে সকলে মিলে ম্যাচ জিততে হয়। আমরা সেটাই দেখিয়েছি। প্রত্যেকে নিজের কাজ করেছে। দলের জয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। আমরা অনুশীলনে পরিশ্রম করেছি। সেটা ম্যাচে দেখা গিয়েছে।

সর্বশেষ সংবাদ

সৌদির বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলো ইউক্রেন

রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকে এই প্রস্তাব আসে। বৈঠকের...

এই বিভাগের অন্যান্য সংবাদ