spot_img

ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত

অবশ্যই পরুন

সাভারের আশুলিয়ায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটালে মারা যান দোকান মালিক। রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে নয়ারহাট এলাকায় দিলীপ স্বর্ণালয় নামে একটি দোকানে এই ঘটনা ঘটে।

স্বপ্না বেগম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘রাতে তারাবির নামাজ থাকায় বাজারের বেশিরভাগ দোকান বন্ধ ছিল। তখন আমি বাজার ঝাড়ু দিচ্ছিলাম। এ সময় স্বর্ণের দোকানদার দিলীপ তার দোকান বন্ধ করছিলেন। পাশেই তার স্ত্রী দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ চারজন লোক অস্ত্র হাতে দ্রুত দোকানের দিকে এগিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে ওই দোকানের সামনে ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এক পর্যায়ে চারজন লোক দিলীপকে সামনে ও পেছন থেকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে পাশে থাকা দোকান মালিকের স্ত্রীর হাত থেকে একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় দিলীপকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

জানা যায়, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মেরাজুর রেহান পাভেল বলেন, রাতে দিলীপ নামে এক রোগীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় তার শরীর রক্তাক্ত জখম ছিল। পরে চিকিৎসা দেয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

সর্বশেষ সংবাদ

রাশিয়ার জয়যাত্রা চলছেই, বিপরীতে সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ জেলেনস্কি

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর জয়যাত্রা অব্যাহত রয়েছে। অন্যদিকে এর বিপরীত অবস্থানে রয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজর...

এই বিভাগের অন্যান্য সংবাদ