গেল দুই ম্যাচ ইন্টার মায়ামির জার্সিতে মাঠে দেখা যায়নি লিওনেল মেসিকে। দলের পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা না আসায় অনেকেই ধারণা করেছিলেন, ইনজুরির কারণে বিশ্রামে রয়েছেন তিনি। তবে মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো জানিয়েছেন মেসির বর্তমান অবস্থা এবং তার ফেরার সম্ভাব্য সময় সম্পর্কে।
রোববার (৯ মার্চ) রাত দুইটায় এমএলএসে শার্লট এফসির বিপক্ষে ম্যাচের আগে শনিবার (৮ মার্চ) সংবাদ সম্মেলনে মায়ামির কোচ বলেন, লিও এখন আগের চেয়ে অনেক ভালো আছে। আমরা আশাবাদী, যদি সবকিছু ভালোভাবে এগোয়, তাহলে তার খেলার সম্ভাবনা আছে। আমরা এখনো পর্যবেক্ষণ করছি। অনুশীলন শেষ না হওয়া পর্যন্ত আমি নিশ্চিত করে কিছু বলতে পারব না।
মেসির কোনো গুরুতর ইনজুরি নেই বলে নিশ্চিত করে কোচ জানান, তার কোনো চোট নেই। তবে তার পেশিতে অস্বস্তি ছিল। অল্প সময়ে টানা তিনটি ম্যাচ খেলা, আবহাওয়ার পরিবর্তন ও অন্যান্য কারণেই এমন হয়েছে। আমি নিজেও চাই লিও খেলুক, কারণ সে থাকলে আমাদের দল অনেক বেশি শক্তিশালী হয়।
মেসিকে ছাড়াই শেষ দুই ম্যাচে জয় পেয়েছে ইন্টার মায়ামি। তবে বিনা কারণে তাকে বিশ্রাম দেয়ার পক্ষে নন মাশ্চেরানো। তিনি বলেন, আমি নিজের পায়ে গুলি করার মতো পাগল নই। তবে কিছু পরিস্থিতি থাকে, যা প্রতিদিন মূল্যায়ন করতে হয়। শুধু লিও নয়, সব খেলোয়াড়ের ক্ষেত্রেই নিশ্চিত করতে হবে যে তারা শতভাগ ফিট। অযথা ঝুঁকি নেয়া ঠিক হবে না।
ফলে শার্লট এফসির বিপক্ষে ম্যাচে মেসিকে দেখা যাবে কি না, তা নির্ভর করছে শেষ মুহূর্তের সিদ্ধান্তের ওপর।