spot_img

সিরিয়ার ভয়াবহ পরিস্থিতিতে যা বললেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল শারা

অবশ্যই পরুন

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা দেশটিতে শান্তির আহ্বান জানিয়েছেন। সিরিয়ায় গত দুই দিনে সরকারি নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থীদের লড়াইয়ে প্রায় ৭৪৫ বেসামরিক নাগরিকসহ এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে আজ রোববার (৯ মার্চ) তিনি এ আহ্বান জানান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আজ তিনি আরব সংবাদমাধ্যমকে বলেন, যেহেতু নতুন ইসলামপন্থী শাসকদের সঙ্গে যুক্ত শক্তি এবং আসাদের আলাউইত সম্প্রদায়ের যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে, তাই আমাদের জাতীয় ঐক্য এবং অভ্যন্তরীণ শান্তি রক্ষা করতে হবে; যাতে আমরা একসঙ্গে থাকতে পারি।

গত বছরের শেষ দিকে এসে বিদ্রোহীদের হামলায় ক্ষমতা হারান সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ। এরপর দেশটির ক্ষমতা গ্রহণ করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আহমেদ আল শারা। কিন্তু সম্প্রতি সিরিয়ার আসাদ অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে।

দামেস্কের মাজ্জাহ শহরের একটি মসজিদে বক্তৃতা দিতে গিয়ে শারা বলেন, সিরিয়ায় বর্তমানে যা ঘটছে তা প্রত্যাশিত চ্যালেঞ্জের মধ্যেই রয়েছে।

এ অবস্থায় সবাইকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে, সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিটিশ-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, শুক্রবার এবং শনিবার আলাউইতদের লক্ষ্য করে প্রায় ৩০টি ‘গণহত্যায়’ প্রায় ৭৪৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে।

এ ছাড়া ১২৫ জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৪৮ জন আসাদের যোদ্ধাও নিহত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

যমুনা রেলসেতু হয়ে চলাচলকারী ট্রেনের ভাড়া বাড়ছে

সদ্য নির্মিত যমুনা রেলসেতু ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। এই সেতু দিয়ে আগামী ১৮ মার্চ থেকে পূর্ণমাত্রায় যাত্রীবাহী ট্রেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ