spot_img

১০ জিম্মিকে রেহাই দিলেই দুই মাসের জন্য মুক্ত ফিলিস্তিন

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত দখলদার ইসরায়েলের ১০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়ার শর্তে তারা এই প্রস্তাবটি রেখেছে। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) স্কাই নিউজ অ্যারাবিয়াকে তথ্যটি নিশ্চিত করেছে ফিলিস্তিনি একাধিক সূত্র।

সূত্রের দাবি, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়ানোর শর্তে ওয়াশিংটন ১০ জিম্মিকে ছাড়ার প্রস্তাব দিয়েছে। এছাড়া এই সময়ে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু এবং গাজা-মিসর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডর নিয়ে ইসরায়েলের অবস্থান নিয়ে আলোচনা হবে। সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশ শুরুর কথাও বলা হয়েছে।

যদিও যুক্তরাষ্ট্র কখন হামাসকে এই প্রস্তাব দিয়েছে সেটি নিশ্চিত নয়। সূত্রটি জানিয়েছে, হামাস এখনো মার্কিনিদের দেওয়া এই প্রস্তাব পর্যালোচনা করছে।

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর মাধ্যমে দখলদার ইসরায়েল গাজায় সব ধরনের হামলা বন্ধ করে দেবে। গাজা থেকে তাদের সব সৈন্যকে প্রত্যাহার করে নেবে এবং মানবিক সহায়তা প্রবেশে কোনো বাধা দেবে না। এরপর শুরু হবে গাজা পুনর্গঠনের কাজ।

গত কয়েকদিন ধরে হামাস ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা হচ্ছে। যা আগে কখনো ঘটেনি। কাতারের রাজধানী দোহায় হামাস, যুক্তরাষ্ট্র ছাড়াও মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসরের প্রতিনিধিরা উপস্থিত থাকছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনায় ‘অখুশি’ হয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গত বুধবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস প্রথম যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যে সরাসরি আলোচনার বিষয়টি প্রকাশ করে। শোনা যাচ্ছে, এই আলোচনার কারণে ইসরায়েল অখুশি হওয়ার পাশাপাশি উদ্বিগ্নও হয়ে পড়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সর্বশেষ সংবাদ

দেশটা কি কাপুরুষের দেশ হয়ে গেল, প্রশ্ন উপদেষ্টার

‘যে মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি, যে মেয়েটি নারী হয়ে ওঠেনি, তার গায়ে হাত দেয় কী করে? এই দেশটা কী...

এই বিভাগের অন্যান্য সংবাদ