spot_img

নিষিদ্ধ হিযবুত তাহরীরের বিষয়ে যে বার্তা দিলো ডিএমপি

অবশ্যই পরুন

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর কোনো সভা, সমাবেশ ও যেকোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হিযবুত তাহরীর বাংলাদেশের আইনানুযায়ী একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠন কর্তৃক সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সকল কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ ও যেকোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

বিপিএল খেলা পাকিস্তানি প্লেয়ারদের ইনপুট অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি: সালমান আগা

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের এ সিরিজের সব কটিই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আগামীকাল রোববার (২০ জুলাই) হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ