spot_img

মোদীর পোস্ট শেয়ার করে যা বললেন শাহরুখ

অবশ্যই পরুন

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানীর বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্র ‘বনতারা’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি পুরো বনতারা ঘুরে দেখেছেন ও বন্যপ্রাণীদের সঙ্গে সময়ও কাটিয়েছেন। ঘুরে বেড়ানোর সেই সব ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি নিজেই। সে ছবি আবার নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন
বলিউড ‘কিং’ শাহরুখ খান।

অনন্ত অম্বানীর ভূয়সী প্রশংসা করেছেন বলিউডের বাদশাহ। তিনি লিখেছেন, “পশুদেরও ভালবাসা পাওয়ার অধিকার রয়েছে। ওদেরও সুরক্ষা ও যত্নেরও প্রয়োজন। ওদের স্বাস্থ্যের জন্যও প্রয়োজন। আমাদের এই পৃথিবীর জন্যও ওদের যত্নের দরকার আছে।”

মোদীর হাতেই এই উদ্যোগের উদ্বোধনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তিনি। শাহরুখের মন্তব্য, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি বনতারার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। কোনও মানুষের মন কতটা পরিষ্কার তা বোঝা যায় পশুদের প্রতি তাদের প্রেম দেখে।”

সব শেষে অনন্তের প্রশংসায় তিনি বলেছেন, “এই অসহায় পশুদের জন্য অনন্তের এমন কাজ সত্যিই বড় ব্যাপার। বাবু, ভাল কাজ করতে থাকো।”

প্রধানমন্ত্রীও বনতারার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি সামাজিক মাধ্যমের পোস্টে লিখেছেন, “বনতারার মতো উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” অনন্ত অম্বানী ও তাঁর দলকে এই উদ্যোগের জন্য কুর্নিশও জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। আজ মিরপুর...

এই বিভাগের অন্যান্য সংবাদ