spot_img

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যেকোনো ধরনের যুদ্ধের’ জন্য প্রস্তুত চীন

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার মধ্যে চীন জানিয়েছে– শুধু বাণিজ্য নয়, ‘যেকোনো ধরনের যুদ্ধের’ জন্য প্রস্তুত তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কের জবাবে এই হুঁশিয়ারি দিলো চীন। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সরকারি এক বিবৃতির একটা লাইন সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করে চীনের ওয়াশিংটন দূতাবাস বলেছে– ওয়াশিংটন যদি যুদ্ধ করতে চায়, তাহলে তা মোকাবেলা করতে প্রস্তুত বেইজিং। সেটি শুল্কযুদ্ধ হোক অথবা বাণিজ্য যুদ্ধ; যেকোনো যুদ্ধের মুখোমুখি হতে প্রস্তুত চীন।

সম্প্রতি, পাল্টাপাল্টি শুল্কারোপে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে দেখা দেয় উত্তেজনা। দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণের পর চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্কারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জবাবে মার্কিন কৃষি ও খাদ্যপণ্য আমদানির ওপর ১০ থেকে ১৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে ওয়াশিংটনকে জবাব দেয় বেইজিং।

সর্বশেষ সংবাদ

মুসলিম খেলোয়াড়দের রোজা রাখার ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ধর্মপ্রাণ মুসলিম খেলোয়াড়রা রোজা রেখেই ফুটবল খেলে থাকেন। সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্য মাস জুড়ে সিয়াম পালন করে মুসলিম বিশ্ব।...

এই বিভাগের অন্যান্য সংবাদ