spot_img

মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বানাবে রাশিয়া

অবশ্যই পরুন

মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বানাতে যাচ্ছে রাশিয়া। মঙ্গলবার (৪ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেইংয়ের বৈঠকের পর এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় দেশ দুটির মধ্যে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

চুক্তি অনুসারে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু বিদ্যুৎ কোম্পানি রোসাটমের অর্থায়ন ও তত্ত্বাবধানে মিয়ানমারে ১০০ মেগাওয়াটের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। এই কেন্দ্র নির্মাণ শেষে পরিচালনার দায়িত্বও রোসাটমের হাতে থাকবে।

এর আগে, মঙ্গলবার মস্কো সফরে যান মিয়ানমারের জান্তা প্রধান। পরে ক্রেমলিন প্রাসাদে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি.

উল্লেখ্য, ২০০০ সালে দ্বিপাক্ষিক সম্পর্ক-বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত একটি চুক্তি হয় দুদেশের মধ্যে। মিয়ানমার সামরিক বাহিনীর সবচেয়ে বড় দুই দাতা হিসেবে দেখা হয়ে থাকে রাশিয়া ও চীনকে। কিছুদিন আগেই মস্কোর কাছ থেকে ৬টি যুদ্ধবিমান কেনে নেপিদো।

সর্বশেষ সংবাদ

নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ‍্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ