spot_img

রমজানে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি ফিলিং স্টেশন

অবশ্যই পরুন

রমজান মাসে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আজ বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রমজানে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে হবে।

এ বিষয়ে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর বলেন, রমজান মাসে মানুষের দুর্ভোগ ও যানজট এড়ানোর জন্য যদি সরকার এই সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আমরা এটাকে স্বাগত জানায়। একইসঙ্গে সড়কে যানজট কমাতে অন্যান্য উদ্যোগগুলোও নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সর্বশেষ সংবাদ

গাজা যুদ্ধ অবসানে ইসরায়েলের সাবেক-বর্তমান সৈনিকদের চিঠি, যা বললেন নেতানিয়াহু

গাজা যুদ্ধ অবসানের আহ্বান জানিয়ে দখলদার ইসরায়েলের প্রায় ১ হাজার বর্তমান ও সাবেক রিজার্ভ সৈনিকের স্বাক্ষরিত এক চিঠি দেশজুড়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ