spot_img

রমজানে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি ফিলিং স্টেশন

অবশ্যই পরুন

রমজান মাসে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আজ বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রমজানে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে হবে।

এ বিষয়ে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর বলেন, রমজান মাসে মানুষের দুর্ভোগ ও যানজট এড়ানোর জন্য যদি সরকার এই সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আমরা এটাকে স্বাগত জানায়। একইসঙ্গে সড়কে যানজট কমাতে অন্যান্য উদ্যোগগুলোও নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সর্বশেষ সংবাদ

অতিনির্ভরশীল নয়, সবার সাথেই সুসম্পর্ক চায় ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

কোনো দেশের সাথেই বাংলাদেশের সম্পর্ক খারাপ নয়, সবার সাথেই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে সরকার। এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ