spot_img

জুলাইসহ ১৫ বছরের গুম-খুনের বিচারে সহায়তার আশ্বাস দুই মার্কিন কূটনীতিকের

অবশ্যই পরুন

পতিত আওয়ামী সরকারের বিগত ১৫ বছরের গুম খুনসহ জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কাজে সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন দুই কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার রোধে সহযোগিতারও কথা জানিয়েছেন তারা।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করে প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে এসব কথা গণমাধ্যমকে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, জুলাই আগস্টের গণহত্যা ও বিগত আওয়ামী লীগ সরকারের গুম খুন নিয়ে তারা দীর্ঘদিন সোচ্চার ছিলেন। ন্যায়বিচারের জন্য তারা পরামর্শ দেবেন।

এদিকে, গেলো বছরের ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়ীতে কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় ওসি আশরাফুল ইসলামসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে ১৫ জুন পর্যন্ত সময় বেধে দিয়েছেন ট্রাইব্যুনাল। কনস্টেবল আকরামকে জিজ্ঞাসাবাদের জন্য ১১ মার্চ একদিনের জন্য সময় দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

দ্রুত তথ্য কমিশন পুনর্গঠনের দাবি ইফতেখারুজ্জামানের

জুলাই অভ্যুত্থানের পর থেকেই নেই তথ্য কমিশন। এর দায়ভার সরকারকে নিয়ে দ্রুত তথ্য কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন টিআইবির নির্বাহী...

এই বিভাগের অন্যান্য সংবাদ