চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আজ। ফাইনালে ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। প্রোটিয়াদের বিপক্ষে এ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউইদের অধিনায়ক মিচেল স্যান্টনার।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের কাছে হেরে সেবার শিরোপা খুইয়েছে প্রোটিয়ারা। এবার আরও একটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ওঠার সুযোগ প্রোটিয়াদের সামনে। সে লক্ষ্যেই আজ মাঠে নামবে টেম্বা বাভুমার দল। কিউইদের বিপক্ষে আজ মাঠে নামছে একাদশে এক পরিবর্তন নিয়ে। দলে ফিরেছেন অধিনায়ক বাভুমা নিজেই।
এদিকে গ্রুপ পর্বে নিজেদের সবশেষ ম্যাচে হেরেছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে হারের ম্যাচের একাদশ নিয়েই আজ ফাইনালে ওঠার দৌড়ে নামছে স্যান্টনারের দল।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
টেম্বা বাভুমা (অধিনায়ক), রায়ান রিকেল্টন, রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, ওয়ায়ান মুল্ডার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি
নিউজিল্যান্ড একাদশ:
উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইল ওরুর্কে।