spot_img

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

অবশ্যই পরুন

গত বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত।

আজ মঙ্গলবার (৪ মার্চ) দুবাইয়ে সেই হারের বদলা নেওয়ার সুযোগ হলো রোহিত শর্মাদের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে স্টিভ স্মিথের দলকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল ভারত।

১১ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় তুলে নেয় ভারত। অস্ট্রেলিয়ার ২৬৪ রানের জবাবে ভারত করল ৬ উইকেটে ২৬৭।

দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৬৪ রান করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেচ্ছেন স্টিভেন স্মিথ। ভারতের হয়ে ৩ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার এক বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

জবাবে বিরাট কোহলির সেঞ্চুরি ছোঁয়া ইনিংস এবং শ্রেয়াস আইয়ার ও কেএল রাহুল-হার্ডিক পান্ডিয়ার জুটিতে ১১ বল থাকতে জয় পেয়েছে ভারত।

সর্বশেষ সংবাদ

চতুর্থবার নিলামে তুলেও বিক্রি হলো না অং সান সু চির বাড়ি

মিয়ানমারের ইয়াঙ্গুনে অবস্থিত নোবেলজয়ী নেত্রী অং সান সু চির ঐতিহাসিক বাসভবনটি চতুর্থবারের মতো নিলামে তোলা হলেও কোনো ক্রেতা পাওয়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ