রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৯ এপ্রিলের মধ্যে দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে এই মামলায় প্রধান আসামি শেখ হাসিনার বিরুদ্ধে পৃথক তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলেও জানান তিনি।
আজ রোববার (২ মার্চ) এই মামালার শুনানি শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর।
তাজুল ইসলাম বলেন, আবু সাঈদ হত্যা মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার চার আসামিকে মানবতাবিরোধী আপরাধের মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করা হলে আগামী ৯ এপ্রিলর তাদের হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।
আসামিরা হলেন, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ, এসআই আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। এই চারজন আবু সাঈদ হত্যায় সরাসরি জড়িত বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্ট ছাত্রজনতার আন্দোলনের প্রথম শহীদ রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। ১৬ জুলাই শহীদ হন তিনি।