spot_img

রমজান উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা

অবশ্যই পরুন

মুসলিম বিশ্বকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, রমজান সহানুভূতি, সহমর্মিতা ও উদারতার বাস্তব প্রতিফলন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

আন্তোনিও গুতেরেস বলেন, সারা মুসলিম বিশ্বকে পবিত্র রমজানের প্রাণঢালা শুভেচ্ছা জানাই। রমজান মাসে পরিবার ও সমাজের সাথে পুনর্মিলিত হওয়ার এবং অসহায়দের সাহায্য করার এক সুবর্ণ সুযোগ।

গাজা, সুদান, সাহেলসহ সংঘাতপূর্ণ অঞ্চলের মানুষদের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, সবসময় আপনাদের পাশে আছি। চলুন এই পবিত্র মাসে আমরা মানবিক হই এবং এক ন্যায় ও শান্তির পৃথিবী গঠন করি।

প্রসঙ্গত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে শনিবার (১ মার্চ) থেকে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে রমজান মাস। আজ বাংলাদেশে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে তা জানা যাবে। এ নিয়ে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সর্বশেষ সংবাদ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। আজ মিরপুর...

এই বিভাগের অন্যান্য সংবাদ