spot_img

রমজান উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা

অবশ্যই পরুন

মুসলিম বিশ্বকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, রমজান সহানুভূতি, সহমর্মিতা ও উদারতার বাস্তব প্রতিফলন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

আন্তোনিও গুতেরেস বলেন, সারা মুসলিম বিশ্বকে পবিত্র রমজানের প্রাণঢালা শুভেচ্ছা জানাই। রমজান মাসে পরিবার ও সমাজের সাথে পুনর্মিলিত হওয়ার এবং অসহায়দের সাহায্য করার এক সুবর্ণ সুযোগ।

গাজা, সুদান, সাহেলসহ সংঘাতপূর্ণ অঞ্চলের মানুষদের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, সবসময় আপনাদের পাশে আছি। চলুন এই পবিত্র মাসে আমরা মানবিক হই এবং এক ন্যায় ও শান্তির পৃথিবী গঠন করি।

প্রসঙ্গত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে শনিবার (১ মার্চ) থেকে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে রমজান মাস। আজ বাংলাদেশে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে তা জানা যাবে। এ নিয়ে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সর্বশেষ সংবাদ

থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধ থামাচ্ছেন ট্রাম্প!

কম্বোডিয়া ও থাইল্যান্ড যুদ্ধবিরতি আলোচনায় রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৬ জুলাই) ট্রুথ সোশ্যালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ