ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ওয়েস্ট হ্যাম। ম্যাচে ওয়েস্ট হ্যামের পক্ষে গোল করেন সোসেক। অপর গোলটি ছিল আত্মঘাতী।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নিজেদের মাঠ লন্ডন স্টেডিয়ামে লেস্টারকে আতিথ্য দেয় ওয়েস্ট হ্যাম।
ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল স্বাগতিকরা। ২১তম মিনিটে প্রথম ডেডলক ভাঙেন ওয়েস্ট হ্যামের চেক মিডফিল্ডার টমাস সোসেক। প্রথমার্ধ শেষ হবার ২ মিনিট আগে আত্মঘাতী গোল করে বসেন লেস্টারের ডেনিশ ডিফেন্ডার জনিক ভেস্টারগার্ড। ২-০তে লিড নিয়ে বিরতিতে যায় গ্রাহার পোটারর শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরাই। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে ওয়েস্ট হ্যাম।
উল্লেখ্য, ২৭ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে ওয়েস্ট হ্যাম। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে রেলেগেশন জোনে লেস্টার।