spot_img

‘জুলাই শহীদের’ পরিবার ৩০ ও আহতরা পাবেন ৫ লাখ: প্রেস সচিব

অবশ্যই পরুন

ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৮৩৪ জনের পরিবার এককালীন ৩০ লাখ ও আহতদের ৫ লাখ টাকা করে অনুদান দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান নেয়া হয়েছে বলে জানান তিনি।

শফিকুল আলম বলেন, জুলাই আন্দোলনে নিহতদের ‘জুলাই শহীদ’ ও আহদের ‘জুলাই যোদ্ধা’ নামে অভিহিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মানবিকভাবে আহতদের বিষয়টি দেখতে হবে। যারা দুই চোখ হারিয়েছেন বা অঙ্গহানি হয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে। এজন্যই ক্যাটাগরি করা হয়েছে।

তিনি আরও বলেন, ৫৩ বছর পরও মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু ‘জুলাই শহীদ’ ও আহতদের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ রেকর্ড করা হয়েছে। গেজেটেড নিহতের সংখ্যা ৮৩৪ জন। কিন্তু এখনও এ বিষয়ে তদন্ত চলমান। কারণ জাতিসংঘের হিসাবে নিহতের সংখ্যা একহাজার ৪০০ জন।

আজ সন্ধ্যায় নতুন রাজনৈতিক দলের সদস্যরা প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানাতে যমুনায় যাবেন বলেও জানান তিনি।

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড প্রসঙ্গে উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, আগে অ্যাক্রিডিটেশন কার্ডের নীতিমালায় ছিল সরকারের উন্নয়ন প্রচার করতে হবে। এবারে সেই নীতিমালায় তা নেই। সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এতে স্বাক্ষর করেছেন। অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু কমিটিতে সাংবাদিকদের প্রতিনিধিরা থাকবেন। তবে কোনো সাংবাদিক বিরুদ্ধে ফৌজদারী অপরাধে অভিযুক্ত হলে তার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে যাবে।

সর্বশেষ সংবাদ

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৯১

দখলদার ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শনিবার (২৭ সেপ্টেম্বর) একদিনে আরও ৯১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ