spot_img

আরও এক মন্ত্রণালয়ের দায়িত্বে ড. ইউনূস

অবশ্যই পরুন

গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) পদত্যাগ করেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তার পদত্যাগের একদিন পরেই মন্ত্রণালয় পুনর্বণ্টন করা হয়েছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নাহিদ ইসলাম দায়িত্ব ছাড়ার পর তার দুই মন্ত্রণালয় যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে। সেখান থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মাহফুজ আলমকে। আর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন প্রধান উপদেষ্টা।

সাধারণত উপদেষ্টার পদ শূন্য হলে তাৎক্ষণিকভাবে সেসব মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয়। তিনিই উপদেষ্টাদের দপ্তর বণ্টন করেন।

এর আগে, পাঁচ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ড. ইউনূস। সেগুলো হলো-মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সর্বশেষ সংবাদ

ইরানি মিসাইল হামলায় বিধ্বস্ত মার্কিন ঘাঁটির স্যাটেলাইট চিত্র ফাঁস

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল-উদেইদ-এ ইসলামি প্রজাতন্ত্র ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির...

এই বিভাগের অন্যান্য সংবাদ