spot_img

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আজহারুলের লিভ টু আপিলের অনুমতি

অবশ্যই পরুন

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। আগামী ২২ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১০টা ৪৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এই মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের এ অনুমতি দেন। দ্বিতীয় দিনের রিভিউ শুনানি শেষে নতুন শুনানির দিন ধার্য করা হয়।

এদিন, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। আজহারের পক্ষে আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী শুনানি করেন। তাকে সহযোগিতা করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, এবং ব্যারিস্টার নাজিব মোমেন।

আজহারুলের আইনজীবীরা বলেন, আপিল বিভাগ পূর্বে আজহারের সাজা বহাল রেখে যে রায় দিয়েছেন, সেখানে আন্তর্জাতিক আইন মানা হয়নি। যেভাবে আন্তর্জাতিক আইন বাদ দেয়া হয়েছে তা আপত্তিকর। এ ছাড়া মামলার আসামিরা আদালতে যে সাক্ষ্য দিয়েছে তাতেও ধোঁয়াশা রয়েছে।

আইনজীবীরা জানান, আদালত লিভ টু আপিলের অনুমতি দিয়ে আগামী ২২ এপ্রিল আপিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। আসামিকে ২ সপ্তাহের মধ্যে মামলার সারসংক্ষেপ জমা দিতে বলেছেন আপিল বিভাগ।

আজহার ২০১২ সালে গ্রেপ্তার হওয়ার সময়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরের বছর ১১৩ যুক্তিতে তার খালাস চেয়ে আবেদন করেন তিনি।

২০১৯ সালে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। সেই রায় পুনর্বিবেচনা চেয়ে করা আপিলের শুনানিতে, ১৩ বছর ধরে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন জামায়াতের নেতারা।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ