spot_img

সেলফি তোলার অনুরোধে সত্যিই কী বিরক্ত সালমান খান

অবশ্যই পরুন

বলিউড তারকাদের মধ্যে অন্যতম একজন সালমান খান। ব্যস্ততার কারণে সবসময় ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সময় দিতে পারেন না তিনি। তবে সুযোগ হলে আবদার মেটানোর চেষ্টা করেন। কিন্তু এবার হঠাৎ করেই মেজাজ হারালেন এ তারকা।

মন-মেজাজ ভালো থাকলে কেউ সেলফি তোলার অনুরোধ করলে তা রাখার চেষ্টা করেন সালমান খান। ভক্তদের দেখলে হাত নাড়িয়ে সাড়া দেন। সবসময় তাদের সঙ্গে খোশ মেজাজেই ধরা দিয়ে থাকেন। কিন্তু এবার ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। ভক্তদের ভালোবাসা পাওয়ার পরও গম্ভীর হয়ে ছিলেন তিনি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। বোন অর্পিতা খানকে সঙ্গে নিয়ে দিল্লি বিমানবন্দরে গিয়েছিলেন সালমান খান। তখন তার দেখা পেয়ে সেলফি তোলার জন্য আবদার জানান ভক্তরা। তিনিও সেই আবদার রাখতে রাজি হন। কিন্তু অজানা কোনো এক কারণে মুখে হাসি ছিল না তারকার।

সাদা শার্টের ওপর লেদারের কালো জ্যাকেট, ডেনিম প্যান্ট, হালকা দাড়ি-গোফে চেনা মেজাজেই দেখা গেছে বলিউড ভাইজানকে। কিন্তু হঠাৎ কী হলো, যে কারণে মুখে হাসি নেই?

এদিকে প্রিয় তারকার হাসিহীন মুখ চোখে পড়েছে অনেকের। তাদের কারও মতে, সেলফি তোলায় বিরক্ত সালমান খান। কারও কাছে মনে হয়েছে, তিনি খুবই ক্লান্ত। আবার কেউ কেউ বলছেন, অনেক দিন ধরেই ভ্রমণ করছেন। কারও মতে, বিমানে দীর্ঘ ভ্রমণ করে ক্লান্ত হয়ে পড়েছেন। কিন্তু ঠিক কী কারণে এমন ছিলেন বলিউড তারকা―এ সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি তার।

সর্বশেষ সংবাদ

জাতিসংঘে রাশিয়ার পক্ষে ভোট দিলো যুক্তরাষ্ট্র

জাতিসংঘে দুটি ভিন্ন ভোটে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর তিন বছর পর আনুষ্ঠানিকভাবে রাশিয়ার পক্ষে অবস্থান নিলো...

এই বিভাগের অন্যান্য সংবাদ