spot_img

মাস্ককে আরও আক্রমণাত্মক হতে বললেন ট্রাম্প

অবশ্যই পরুন

ছাঁটাই এবং গভীর ব্যয় হ্রাস নিয়ে হৈচৈ সত্ত্বেও ফেডারেল সরকারকে সঙ্কুচিত করার প্রচেষ্টায় ইলন মাস্ককে  আরও আক্রমণাত্মক হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি এই আহ্বান জানান বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বড় হাতের অক্ষরে পোস্ট করেছেন, “ইলন একটি দুর্দান্ত কাজ করছে, তবে আমি তাকে আরও আক্রমণাত্মক হতে দেখতে চাই।”

তিনি আরও লেখেন, “মনে রাখবেন, আমাদের একটি দেশকে বাঁচাতে হবে। কিন্তু শেষ পর্যন্ত, আগের চেয়ে আরও বড় করতে হবে।” মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ট্রাম্পের তৈরি একটি সত্তা, যা ফেডারেল সরকারী সংস্থাগুলো জুড়ে ছড়িয়ে পড়েছে। বিজ্ঞানী থেকে পার্ক রেঞ্জার পর্যন্ত হাজার হাজার ফেডারেল সরকারী কর্মীদের বরখাস্ত করেছে, বেশিরভাগই যারা প্রবেশনরত।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন শুক্রবার ৫ হাজার ৪০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল কর্মী বাহিনী কাটছাঁট করার উদ্যোগের অংশ হিসেবে পেন্টাগন এসব কর্মীকে চাকরিচ্যুত করবে।

ট্রাম্পের এমন আগ্রাসী উদ্যোগের জেরে কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ক্ষুব্ধ ভোটারদের তোপের মুখে পড়ার এক দিন পর পেন্টাগন এ কথা জানাল। পেন্টাগন বলছে, আগামী সপ্তাহে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। প্রতিরক্ষা বিভাগ থেকে প্রত্যাশা অনুযায়ী ৫০ হাজার লোকবল কমিয়ে ফেলার অংশ হিসেবে এটা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এ ছাঁটাই প্রক্রিয়া এখানেই শেষ হবে না।

পেন্টাগনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একজন দারিন সেলনিক বলেন, পেন্টাগন নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখবে। শেষ পর্যন্ত সাড়ে ৯ লাখ বেসামরিক শ্রমশক্তির পাঁচ থেকে আট শতাংশ কমিয়ে আনবে পেন্টাগন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই সংস্থাটির এক হাজার ৫০০ কর্মীকে ওয়াশিংটনের সদর দপ্তর থেকে সরিয়ে দেশের বিভিন্ন জায়গায় বদলির ঘোষণা দিয়েছে।

প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা ইলন মাস্কের সরকারি চাকরিজীবীদের এমন গণছাঁটাই ভালো চোখে দেখছেন না মার্কিনিরা। রয়টার্স/ইপসোস পরিচালিত এক জরিপে বেশির ভাগ মার্কিনি উদ্বেগ প্রকাশ করেন, ট্রাম্প ও মাস্কের গণছাঁটাই সরকারি পরিষেবাগুলো ব্যাহত করতে পারে।

সর্বশেষ সংবাদ

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। তবে এদিন থাকবে না সরকারি ছুটি। রোববার (২৩ ফেব্রুয়ারি)...

এই বিভাগের অন্যান্য সংবাদ