গাজায় অবস্থিত ফিলিস্তিন সরকারের তথ্য অফিস ঘোষণা করেছে, ইসরাইল ৩৫০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানবিক ত্রাণ কার্যক্রম সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নে বাধা দেয়া।
শুক্রবার রাতে গাজায় ফিলিস্তিনি সরকারের তথ্য অফিস ঘোষণা করেছে, ২০২৫ সালের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পর থেকে ইসরাইলি সেনাবাহিনী ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ৮২০ জন আহত করেছে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এই প্রতিবেদন অনুসারে, গাজা উপত্যকার লাখ লাখ ফিলিস্তিনি পরিবার যারা ইসরাইলি সরকারের আক্রমণে তাদের ঘরবাড়ি হারিয়েছে, তাদের অস্থায়ী আবাসনের জন্য কমপক্ষে ৬০ হাজার অস্থায়ী বাড়ি এবং ২ লাখ তাঁবুর প্রয়োজন।
রাফাহর মেয়র গাজা উপত্যকায় আমদানি করা সরঞ্জামের অপ্রতুলতার কথাও উল্লেখ করেন। তিনি বলেন যে পাঁচটি কনভয়ে ১৫টি অস্থায়ী বাড়ি গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য পাঠানো হযেছে তা চাহিদার তুলনায় সমুদ্রের এক ফোঁটা পানির মতো।
গাজার উন্নয়ন নিয়ে আলোচনা
এই প্রসঙ্গে, সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) ঘোষণা করেছে যে জর্ডান ও মিশরসহ পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতারা শুক্রবার রিয়াদে মিলিত হন এবং গাজা ও ফিলিস্তিন পরিস্থিতর উন্নয়ন নিয়ে আলোচনা করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মতবিনিময় করার জন্য সৌদি যুবরাজের আমন্ত্রণে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিবেদনে জানা গেছে, ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা এবং যুদ্ধবিধ্বস্ত গাজার উন্নয়নের জন্য যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়েছে। রিয়াদের বৈঠকে উপস্থিত নেতারা ৪ মার্চ কায়রোতে অনুষ্ঠিতব্য আরব নেতাদের একটি জরুরি বৈঠকের আয়োজনকে স্বাগত জানিয়েছেন।
৬০২ জন ফিলিস্তিনি বন্দীর মুক্তি
অন্যদিকে, ফিলিস্তিনি বন্দীদের তথ্য অফিস ঘোষণা করেছে যে আজ (শনিবার) গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের ধারাবাহিকতার অংশ হিসেবে এবং ছয়জন ইসরাইলি বন্দী হস্তান্তরের বিনিময়ে ৬০২ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া হবে। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় আরো ঘোষণা করেছে যে তেল আবিব আজ মুক্তি পাওয়ার কথা থাকা ছয় ইসরাইলি বন্দীর নাম পেয়েছে এবং তাদের পরিবারকে অবহিত করেছে।
২০২৫ সালের ১৯ জানুয়ারি চুক্তি বাস্তবায়ন শুরু হওয়ার পর থেকে, হামাস আন্দোলনের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড বর্তমান বন্দী বিনিময় চুক্তির সময় ছয়টি দলে বিভক্ত ১৯ জন ইসরাইলি বন্দীকে হস্তান্তর করেছে।
সূত্র : পার্সটুডে