হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের। আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচে পাত্তাই পায়নি টাইগাররা, ভারতের কাছে হেরে গেছে ৬ উইকেটের বড় ব্যবধানে। ম্যাচ শেষে হারের কারণ খুঁজেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। মাত্র ৩৫ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। এমনকি দেখা দেয় নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন রানে গুটিয়ে যাবার শঙ্কা।
তবে তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি আর জাকের আলির ৬৪ রানে শেষ পর্যন্ত ৪৯. ৪ ওভারে ২২৮ রান তুলে অলআউট হয় বাংলাদেশ। মধ্যমানের এই পুঁজি নিয়ে আবার লড়াই করতে পারেনি টাইগার বোলাররা।
পাওয়ার প্লেতে ৬৯ রান আসার পর মাত্র ১ উইকেট হারিয়েই ভারত পৌঁছে যায় তিন অংকের ঘরে৷ এরপর দ্রুত কয়েকটি উইকেট হারালেও শেষ পর্যন্ত ৪৬.৩ ওভারে ৬ উইকেট হাতে রেখেই নিশ্চিত করে জয়।
বাংলাদেশ ম্যাচ হেরে গেছে মূলত ব্যাটিং ইনিংসেই। শুরুর সেই ধাক্কা সামলে উঠলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে আর পৌঁছা যায়নি। অবশ্য বল হাতে শুরুতে চেপে ধরা গেলে সুযোগ হয়তো আসতো, তবেও তাও পারেননি টাইগার বোলাররা।
ম্যাচ শেষে ব্রডকাস্টারকে দেয়া সাক্ষাৎকারে হারের কারণ হিসেবে এই বিষয়গুলোই তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। বলেন, ‘পাওয়ার-প্লেতে ৫ উইকেট হারানোর মূল্য দিতে হয়েছে। জাকের ও হৃদয় দারুণ ব্যাটিং করেছে।’
‘মাঠেও আমরা বেশ কিছু ভুল করেছি। ক্যাচ মিস ও কিছু রান আউট মিস করেছি। যা করতে পারলে চিত্রটা ভিন্ন হতে পারতো। এছাড়া নতুন বলে যদি কয়েকটি উইকেট নিতে পারতাম তাহলেও ম্যাচটা ভিন্ন হতে পারতো।’
এদিকে এসব বিষয় ভুলে নতুন করে এগোতে চান ম্যাচের মধ্যমণি তাওহীদ হৃদয়। ম্যাচ শেষে গণমাধ্যমে আলাপকালে তিনি বলেন, ‘যা হয়েছে তা বড় কোনো ঘটনা না। আমরা পরের ম্যাচে দারুণভাবে ফিরব।’