spot_img

গণতন্ত্রের জন্য নির্বাচনটা এখন জরুরি: শামসুজ্জামান দুদু

অবশ্যই পরুন

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের সম্ভাবনা দেখা দিয়েছে, তাই গণতন্ত্রের জন্য নির্বাচনটা এখন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সভায় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রামের শেষ ইনিংস ছিল এক মাসের চূড়ান্ত আন্দোলন। সেই আন্দোলন হাসিনাকে পালাতে বাধ্য করেছে। আওয়ামী লীগ চূড়ান্তভাবে পরাজিত হয়ে পালিয়ে গেছে।

দুদু আরও বলেন, দেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে। যদি বিশৃঙ্খলা হয় নির্বাচন হবে না। আর নির্বাচন না হলে ফ্যাসিবাদের উল্লাস আবারও দেখা দেবে। তাই বিশৃঙ্খলা বাদ দিয়ে জাতীয় ঐক্য ধরে রাখতে নির্বাচন দিন। বিশৃঙ্খলা যদি বাদ দিতে না পারি তাহলে ষড়যন্ত্রকারীদের হাত শক্তিশালী হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, মানুষ এখন বসে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যাশায়। আগামীর সরকার বেগম জিয়া, তারেক রহমান এবং জনগণের সরকার।

তিনি আরও বলেন, এই গণতন্ত্রে ফিরে আসা এত সহজ ছিল না। আওয়ামী লীগ চূড়ান্তভাবে পরাজিত হয়ে পালিয়ে গেছে। এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের সম্ভাবনা দেখা দিয়েছে। গণতন্ত্র উত্তরণের জন্য খুব জরুরি হচ্ছে একটি নির্বাচন।

সর্বশেষ সংবাদ

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার বিষয়ে যা বললেন প্রেস সচিব

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া কী হবে? প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম...

এই বিভাগের অন্যান্য সংবাদ