spot_img

আইএমএফের চতুর্থ কিস্তির অর্থ ছাড়ে বিলম্ব কেন, ব্যাখ্যা দিল অর্থ মন্ত্রণালয়

অবশ্যই পরুন

সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কর্তৃক চতুর্থ কিস্তির টাকা ছাড়ে বিলম্ব বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে তাদের বক্তব্য দিয়েছে।

অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালে আইএমএফ বাংলাদেশের জন্য ৪.৭ বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য ঋণ মঞ্জুর করে, যার তিন কিস্তি বাবদ ২.৩ বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য অর্থ ইতোমধ্যে পাওয়া গেছে। বাংলাদেশের অর্থনীতির ভিত মজবুত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা সাপেক্ষে আইএমএফ ঋণের কিস্তির টাকা ছাড় করে থাকে।

বাজেট সাপোর্ট প্রোগ্রামের আওতায় যে সকল সংস্কার কার্যক্রম নেওয়া হয়, তার মধ্যে কিছু কার্যক্রম বাস্তবায়নে নির্ধারিত সময়ের চাইতে বেশি সময় প্রয়োজন হতে পারে। সে কারণে বাংলাদেশ সরকার এবং আইএমএফ যৌথভাবে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য নির্ধারিত দু’টি কিস্তি একসঙ্গে ছাড়ের বিষয়ে সম্মত হয়।

এর পর প্রেক্ষিতে আইএমএফ চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসাথে ছাড় করার বিষয়ে সম্মত হয়েছে। আগামী এপ্রিল মাসে নির্ধারিত রিভিউ মিশন এবং জুন মাসে আইএমএফ এর বোর্ড সভায় অনুমোদনের পর এ কিস্তি দু’টির অর্থ একসাথে আগামী জুনে ছাড় করা হবে।

সর্বশেষ সংবাদ

তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে। এছাড়াও, ব্রেইল বইসহ...

এই বিভাগের অন্যান্য সংবাদ