রাজধানীসহ সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে আরও ৫০৬ জন। এ ছাড়া ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১৪১ জনকে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।
ইনামুল হক সাগর জানান, অপারেশন ডেভিল হান্টে আজ গ্রেপ্তার করা হয়েছে ৫০৬ জনকে। এ ছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ১ হাজার ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ অপারেশন ডেভিল হান্টে উদ্ধার যত অস্ত্রের মধ্যে রয়েছে, একটি করে একনলা বন্দুক ও এলজি এবং ছয়টি করে পিস্তলের গুলি ও কার্তুজ।
গত ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়।