spot_img

মিশরে ভবন ধসে নিহত ১০, আহত ৮

অবশ্যই পরুন

মিশরের রাজধানী কায়রোর শ্রমজীবী মানুষের আবাসস্থল কেরদাসায় সোমবার ভবন ধসে ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো আটজন। এছাড়াও ধ্বংসস্তুপের নিচে আরো কয়েকজন চাপা পড়ে আছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।

মিশরের সংবাদপত্র আল-আখবার আল-ইয়োম জানিয়েছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা দল ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভবনটি ধসে পড়েছে এবং পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

সাম্প্রতিক বছরগুলোতে এ শহরে বেশ কয়েকটি মারাত্মক ভবন ধসের ঘটনা ঘটেছে। ভবনগুলোর জরাজীর্ণ অবস্থা এবং ভবন নির্মাণের নিয়মকানুন মেনে না চলা এসব দুর্ঘটনার জন্য দায়ী।

সূত্র : আরব নিউজ

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাকির নায়েকের প্রকাশ্যে বক্তব্য দেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া। ২০১৯ সালে সাময়িকভাবে তাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ