spot_img

প্রকাশ পেল বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি

অবশ্যই পরুন

জার্সি নিয়ে বাংলাদেশের দর্শকদের আবেগ বরাবরই বড্ড বেশি। প্রতি আসরের আগেই নতুন জার্সি নিয়ে থাকে একটু বেশিই মাতামাতি। যদিও জার্সি প্রকাশে প্রতিবারেই একটু বেশিই সময় নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারও এর ব্যতিক্রম নয়।

চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে আগামী ১৯ ফেব্রুয়ারি। তার আগে মাঠ ও মাঠের বাহিরের শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত দলগুলো। যার ধারাবাহিকতায় এবার প্রকাশ পেল বাংলাদেশের টিম জার্সি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিসিবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও আপলোড করে জার্সি উন্মোচন করা হয়। ভিডিওতে দেখা যায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ আরো অনেকেই।

প্রতিবারের মতো এবারও চিরায়ত নিয়ম মেনে জার্সিতে প্রাধান্য পেয়েছে গাঢ় সবুজ রঙ। সেই সাথে লাল রঙের সাথে আছে হলুদ রঙের বাঘের মুখচ্ছবি। আর সাদা রঙে লেখা হয়েছে বাংলাদেশের নাম।

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

 

সর্বশেষ সংবাদ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, জটিলতায় পড়লেন ফারাহ খান

ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে বলিউড পরিচালক ও নৃত্য নির্দেশক ফারাহ খানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গেল...

এই বিভাগের অন্যান্য সংবাদ