spot_img

আ.লীগের নিবন্ধন বাতিল নিয়ে বলার সময় আসেনি: ইসি আনোয়ারুল

অবশ্যই পরুন

জেলা প্রশাসক সম্মেলনে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সেশনে নির্বাচন কমিশন অংশ নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, মাঠ প্রশাসনের হাতেই থাকে নির্বাচনের দায়িত্ব। একটি উত্তম নির্বাচন করতে চাই, যেকোনো মূল্যে যেন এটা করা হয় সেই বার্তা ডিসিদের দেয়া হবে।

রোববার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসন কোনো পক্ষপাতমূলক আচরণ করতে পারবে না, জেলা প্রশাসকদের সম্মেলনে এমন বার্তা দেবে নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। সরকারের পক্ষ থেকে নির্বাচনে কোনো হস্তক্ষেপ করা হবে না। জাতীয় সংসদের সীমানা পুনঃনির্ধারণ এর বিষয়টি জটিল প্রক্রিয়া।

আইন সংশোধনের পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে জানিয়ে এই কমিশনার বলেন, জনসংখ্যার ভিত্তিতে সীমানা পুনঃনির্ধারণ করতে গেলে কোনো আসনই ঠিক রাখা যাবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে বলার সময় এখনও আসেনি। সময়ই বলে দেবে আমরা কী করবো।

সর্বশেষ সংবাদ

ইরান যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইরান যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এক দিনের সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ