spot_img

বিশেষ অভিযানে আওয়ামী লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৩

অবশ্যই পরুন

রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনসহ (৫৪) তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তার অন্য দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আবু মুসা আনসারী (৫৬) ও ভাটারা থানার ৪০ নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮)।

গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) সাড়ে ১১টা থেকে রোববার রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ভাটারা থানা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট সকাল আনুমানিক ১০টায় ভাটারা থানাধীন জে ব্লকের ৯নং রোডের পাকা রাস্তার উপর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার মো. সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী মামলায় এজাহারনামীয় ও এমপি মো. ছানোয়ার হোসেন ও মো. আবু মুসা আনসারী ওই মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছানোয়ার হোসেন, আবু মুসা আনসারীকে ও মো. সালাউদ্দিন সালেককে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ সংবাদ

আমরা কারো দাবার গুটি হবো না : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। কিন্তু আমাদের সাথে...

এই বিভাগের অন্যান্য সংবাদ