spot_img

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ইউরোপকে আলোচনায় যুক্ত করা হবে না: ট্রাম্পের দূত

অবশ্যই পরুন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ থামানোর জন্য যুক্তরাষ্ট্র যে শান্তি আলোচনার পরিকল্পনা করেছে, তাতে ইউরোপকে সরাসরি যুক্ত করা হবে না। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইথ কেলগ।

কেলগ শান্তি আলোচনায় ইউরোপের অংশগ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে বলেন, “এটা ঘটবে না। ইউরোপ শুধু পরামর্শ দিতে পারে, তবে সরাসরি আলোচনায় অংশ নেবে না। আমি যা বলছি তা সত্যি।”

কেলগের এই মন্তব্যের পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ আগামীকাল প্যারিসে ইউরোপের নেতাদের একটি আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন।

কেলগ আরও বলেন, পূর্ববর্তী শান্তি আলোচনা ব্যর্থ হয়েছিল কারণ অনেক দেশ তাতে যুক্ত ছিল, কিন্তু তাদের কাছে আলোচনাগুলো কার্যকর করার যোগ্যতা ছিল না। এবার সেই পথে আর হাঁটা হবে না।

মিউনিখ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপকে আরও তৎপর হওয়ার এবং নিজস্ব সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ইউক্রেন এই সেনাবাহিনীর গঠনে কেন্দ্রীয় ভূমিকা পালন করবে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় তিন বছর ধরে যুদ্ধ চলছে। ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি ক্ষমতায় বসার পর থেকেই যুদ্ধ থামানোর জন্য তৎপর ছিলেন। তিনি পুতিন এবং জেলেনস্কির সঙ্গে আলোচনা করেছেন এবং শান্তি চুক্তির জন্য পরিকল্পনা তৈরি করছেন।

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাকির নায়েকের প্রকাশ্যে বক্তব্য দেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া। ২০১৯ সালে সাময়িকভাবে তাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ