spot_img

হামজার অন্তর্ভুক্তিতে বেড়েছে দলের শক্তি, ভারতকে হারাতে চান জামাল

অবশ্যই পরুন

ভারতের বিপক্ষে ফুটবল কিংবা ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা কাজ করে। এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে এই ম্যাচের জন্য ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। এই তালিকায় জায়গা পেয়েছেন শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। তার অন্তর্ভুক্তিতে দলের শক্তি বেড়েছে বলে মনে করেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে জয় তুলে নিতে চান জামাল। তবে ভারতের মাটিতে খেলা হওয়ায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা ফিফটি-ফিফটি দেখছেন তিনি। তবে সমর্থকদের চাওয়া অনুযায়ী ভারত থেকে জয় নিয়ে ফিরতে চান তিনি।

গণমাধ্যমকে জামাল বলেন, ‘মানুষ আমাকে বলছে, ভারতের সঙ্গে জিততে হবে। আমি এটা পার্সোনালি নিয়েছি। আমি তো ভারতের সঙ্গে হারতে চাই না, জিততে চাই। ভারতের মাটিতে খেলা। আশা করি আমরা ভালো করব। ইনশাআল্লাহ আমরা তিন পয়েন্ট নিব। আমি মনে করি, আমাদের যে দল আছে, ভারতের সঙ্গে ফিফটি-ফিফটি লড়াই হবে।’

এখনো এক মাসের বেশি সময় বাকি থাকলেও সেই ম্যাচ ঘিরে রোমাঞ্চ কাজ করছে জামাল ভূঁইয়ার মাঝে। তার মতে, যোগ্যরাই ডাক পেয়েছেন কোচ হাভিয়ের কাবরেরার প্রাথমিক দলে। হামজা চৌধুরী অন্তর্ভুক্ত হওয়ায় গত কয়েক বছরের তুলনায় এবারের স্কোয়াডকে অন্যতম সেরা হিসেবে দেখছেন জামাল ভূঁইয়া।

জামাল বলেন, ‘হামজার অন্তর্ভুক্তির পর এটা এখন সেরা দল। আপনারাও, আমরাও হামজার জন্য অপেক্ষা করছি। উনি অবশ্য আমাদের সঙ্গে ক্যাম্পে থাকবেন না। অনেক দেরিতে যুক্ত হবেন।’

এদিকে, দীর্ঘদিন পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব দিয়ে আবারো মাঠে ফিরতে যাচ্ছেন জামাল। ব্রাদার্সে যুক্ত হয়ে নিজের সেরাটা দিতে চান এই মিডফিল্ডার।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাতে ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ: প্রধান উপদেষ্টা

সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে।কমিশন ও সরকার শুধুমাত্র সাচিবিক সহযোগিতা দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ