spot_img

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান হলেন তুলসী গ্যাবা

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ড নির্বাচিত হয়েছেন। বুধবার ভোটের মাধ্যমে তাকে নিয়োগ দিয়েছে সিনেট।

সিনেটে ৫২-৪৮ ভোটে তুলসী গ্যাবার্ডের মনোনয়ন চূড়ান্ত হয়। তবে তার বিপক্ষে ভোট দিয়েছেন সাবেক সিনেট মেজরিটি লিডার ও রিপাবলিকান মিচ ম্যাককনেল।

গ্যাবার্ড গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে সিআইএ, এফবিআই এবং জাতীয় নিরাপত্তা সংস্থাসহ (এনএসএ) ১৮টি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধান করবেন এবং ৭০ বিলিয়ন ডলারেরও বেশি বাজেট পরিচালনা করবেন।

এছাড়াও পরিচালক হিসেবে গ্যাবার্ডের গোপন তথ্যে প্রবেশাধিকার থাকবে এবং তিনি প্রেসিডেন্টের প্রধান গোয়েন্দা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে গ্যাবার্ডের মনোনয়ন প্রাপ্তিকে ট্রাম্পের আরেকটি বিজয় হিসেবে গণ্য করা হচ্ছে। কারণ সিনেট ট্রাম্পের অবশিষ্ট প্রার্থীদের মনোনয়ন নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে।

তবে গ্যাবার্ডের মনোনয়ন প্রক্রিয়াটি কঠিন ছিল। গোয়েন্দা বিভাগে তার স্বল্প অভিজ্ঞতা থাকার কারণে তিনি রিপাবলিকানদেন মূল্যবান ভোট হারানোর ঝুঁকিতে রয়েছেন বলেও মনে করা হয়েছিল।

জানুয়ারির শেষের দিকে সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে গ্যাবার্ডকে শুনানির মুখোমুখি হতে হয়। শুনানিতে কমিটির সদস্যরা তাকে সরকারি গোপন তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন সম্পর্কে অতীতের মন্তব্য, সরকারের নজরদারি কর্তৃপক্ষ সম্পর্কে তার মতামত এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদের সাথে তার সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।

সূত্র : বিবিসি

সর্বশেষ সংবাদ

ডোনাল্ড লু’র স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর

বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার কূটনীতি সামলাতে পল কাপুরকে সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ