spot_img

বিএনপির উদারতার কারণে জামায়াত রাজনীতি করার সুযোগ পায়: রিজভী

অবশ্যই পরুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা জামায়াতকে সমর্থন করিনি। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু সব সময় এই দলটি মোনাফেকি করেছে। মোনাফেকি ছাড়া তারা কিছু করেনি।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চবিদ্যালয় মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মন্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে নির্বিচারে হত্যা করেছে। অথচ জামায়াত বলে বসল তারা আওয়ামী লীগকে মাফ করে দেবে। তাহলে আপনারা আবু সাঈদ, মুগ্ধর রক্তকে কীভাবে মাফ করবেন।

তিনি বলেন, শেখ হাসিনা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছে, উস্কানি ছড়াচ্ছে। সেই ভারত জামায়াতের কাছে অত্যন্ত প্রিয় হয়ে গেলে; এটা খুবই দুঃখজনক।

সর্বশেষ সংবাদ

কাশ্মীর ইস্যু নিয়ে নিজের অবস্থান জানিয়ে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতির পর এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশ সংঘর্ষ থেকে সরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ