আইসিসির যে কোনো ইভেন্টে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল। ২০১৭ সালে সবশেষ আসরে এই সাফল্য অর্জন করেছিল মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ। এবার নাজমুল হোসেন শান্তর অধীনে সেই টুর্নামেন্টে বাংলাদেশ যাচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে, জানালেন অধিনায়ক।
আগামীকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশ দল চ্যাম্পিয়নস ট্রফির উদ্দেশে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবে। এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ দলের অনুষ্ঠানিক ফটো সেশন অনুষ্ঠিত হয়েছে। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তিনি জানিয়েছে, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাচ্ছে। ২০১৭ এই আসরে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছিল টাইগাররা। এবারের লক্ষ্য নিয়ে শান্ত বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি।’
তিনি বলেন, ‘আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না। এখানে যে আটটা দল আছে, সবাই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়া। এই আটটা কোয়ালেটি টিম। আমি বিশ্বাস করি আমাদের দলের এই সক্ষমতা আছে। বাড়তি চাপের কথা, আমার মনে হয় না কেউ বাড়তি চাপ অনুভব করে। কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনেপ্রাণে, সবাই এটাই বিশ্বাস করে আমাদের ওই সক্ষমতা আছে।’
শান্ত আরও বলেন, দলের সবার বিশ্বাস আছে বাংলাদেশ নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ‘আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন আমরা জানি না। আমার কাছে মনে হয় আমরা ওইভাবে মেহনত করছি, আমাদের সততার সঙ্গে কাজ করছি। এবং প্রতিটা খেলোয়াড় বিশ্বাস করি আমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো।’