যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশ আবারও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন তৃতীয় এক ফেডারেল বিচারক। এমন সিদ্ধান্তের কারণে এই বিতর্কিত নির্দেশনার বিরুদ্ধে আরেকটি বড় ধাক্কা পেলো ট্রাম্পের নির্বাহী আদেশটি। বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন জেলা বিচারক জোসেফ লাপ্লান্তে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে এই আদেশ দেন। তবে তিনি জানান যে কয়েক দিনের মধ্যে তার যুক্তিসম্পন্ন লিখিত আদেশ প্রকাশ করা হবে।
বিচারক লাপ্লান্তে বলেন,আমি এই আদেশ স্থগিত করছি। আপনাদের বক্তব্য শোনার আগেই আমি প্রায় নিশ্চিত ছিলাম যে এটি করব, তবে আপনাদের যুক্তি উপস্থাপনের সুযোগ দিতে চেয়েছিলাম এবং কিছু প্রশ্ন করতে চেয়েছিলাম।
ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার প্রথম দিনেই এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যা যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব পাওয়ার ১৪তম সংশোধনী সীমিত করতে চায়। এটি এমন শিশুদের নাগরিকত্ব দেবে না যাদের বাবা-মা যুক্তরাষ্ট্রে স্থায়ী আইনি মর্যাদা রাখেন না।
লাপ্লান্তের আদেশটি আসে সিয়াটল এবং মেরিল্যান্ডের গ্রিনবেল্টের ফেডারেল বিচারকদের দেওয়া একই ধরনের স্থগিতাদেশের পর। যা গত সপ্তাহে পৃথক আইনি চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে জারি হয়।
লাপ্লান্তে বলেন, আমি আসামিপক্ষের যুক্তিতে সন্তুষ্ট নই, এ কারণেই আমি এই আদেশ স্থগিত করছি। তবে একজন আইনজীবী এবং বিচারক হিসেবে আমি তাদের বক্তব্যে কোনো ব্যক্তিগত অবমাননা খুঁজে পাইনি।
এই মামলাটি তিনটি নাগরিক অধিকার সংস্থার দ্বারা দায়ের করা হয়েছিল, যাদের পক্ষে আদালতে প্রতিনিধিত্ব করেছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলিউ)।