spot_img

চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা না হলেও টাইগারদের সফরসঙ্গী হচ্ছেন খালেদ ও হাসান

অবশ্যই পরুন

চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দলে জায়গা না হলেও বাংলাদেশ দলের সফরসঙ্গী হচ্ছেন দুই পেসার সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। মূলত অনুশীলনে সহযোগিতার জন্য সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট শুরুর আগে যাবেন তারা। পরে দুজনই চ্যাম্পিয়নস ট্রফি শুরু আগে দেশে ফিরবেন বলে জানা গেছে।

এ নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন জানান, জাতীয় দলের সঙ্গে দুজন পেসার যাবে, হাসান মাহমুদ ও খালেদ। মূলত প্রস্তুতি পর্বে ওরা দলকে সাহায্য করবে। বাংলাদেশের প্রথম ম্যাচের আগে ওরা চলে আসবে। সংযুক্ত আরব আমিরাতে যে কয়েকদিন অনুশীলন হবে সেখানে ওরা থাকবে।

আগামী বৃহস্পতিবার রাতে আট দলের এই আইসিসি টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ। সেদিনই হাসান ও খালেদ দলের সঙ্গী হবেন। এরই মধ্যে দেশে চলমান অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন তারা।

এদিকে দুজনই সদ্য সমাপ্ত বিপিএলে চমৎকার বোলিং করেছেন। খুলনা টাইগার্সের হয়ে ১৩ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন হাসান। প্রতি ম্যাচে ডেথ ওভারে বোলিং করেও গড়ে ওভারপ্রতি সাড়ে ৭ রান খরচ তার। ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী চিটাগং কিংসের খালেদ।

আগামী ২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের সাথে বৈঠকে ফিলিস্তিনিদের পুনর্বাসন প্রস্তাব প্রত্যাখান জর্ডানের বাদশাহর

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ মঙ্গলবার জানিয়েছেন, তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক বৈঠকে গাজা ও পশ্চিম...

এই বিভাগের অন্যান্য সংবাদ