spot_img

দুর্নীতি মামলার আসামিদের কাঠগড়ায় দাঁড় করানো হবে: দুদক চেয়ারম্যান

অবশ্যই পরুন

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভিন্ন মামলার অনেক আসামি এখনো পলাতক, কেউ কেউ দেশ ছেড়ে গেছেন। দুদক চেষ্টা করবে সেসব আসামিকে যাতে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায়। আজ সোমবার বেলা ১১টায় মুন্সিগঞ্জের গজারিয়ায় ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে দুদকের সহকারী ও উপ সহকারী পরিচালকদের নিয়ে ‘সরকারি ক্রয় নীতির উপর প্রশিক্ষণ’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতির একটি বড় উৎস হচ্ছে ক্রয়। আমরা যদি ক্রয় পদ্ধতি সম্পর্কে সচেতন থাকি, বাজারমূল্য সম্পর্কে সচেতন থাকি, আমরা যে জিনিসটা ক্রয় করছি সে জিনিসটা আমাদের দরকার কি না সেটা সম্পর্কে সচেতন থাকি তাহলে দুর্নীতি অনেকাংশে লাঘব করা সম্ভব হবে।’

অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি সরকারি প্রোগ্রাম। এটি দুদক সম্পর্কিত নয়। তবে এর যদি কিছু বেনিফিট থাকে সেই বেনিফিট দুদক অবশ্যই পাবে।’

প্রশিক্ষণ কর্মশালায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দুদকের মহাপরিচালক (প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি) মো. আক্তার হোসেনসহ অন্যরা।

সর্বশেষ সংবাদ

জুলাই অভ্যুত্থানে পরিকল্পিতভাবে নৃশংসতা চলেছিল: জাতিসংঘ

ক্ষমতা আঁকড়ে রাখতে জুলাই গণঅভ্যুত্থানে পরিকল্পিতভাবে নৃশংসতা চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ