spot_img

ডেভিল হান্ট: দ্বিতীয় দিন সারাদেশে আটক দুই শতাধিক

অবশ্যই পরুন

সারাদেশে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে দেড় শতাধিক ব্যক্তিকে আটক ও গ্রেফতার হয়েছে। গাজীপুরে অন্তত ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার (৯ ফেব্রুয়ারি) রাত থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় ৬, শ্রীপুরে ৫, কালীগঞ্জ ৪, কাপাসিয়া ৩ এবং কালিয়াকৈরে ৩ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া, মহানগরের ১১ থানায় অভিযান চালিয়ে হেফাজতে নেয়া হয় ৭৯ জনকে। গ্রেফতার সবাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এই নিয়ে গত দুই দিনে এই জেলায় ১৮২ জনকে গ্রেফতার করলো পুলিশ।

এছাড়া, দেশের বিভিন্ন জেলায় অপারেশন ডেভিল হান্টে আরও অন্তত ১১১ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এরমধ্যে রংপুরেই গ্রেফতার করা হয় ৩০ জনকে।

পুলিশ জানায়, রংপুর মহানগরী থেকে ৫ এবং বিভাগের ৮ জেলা থেকে ২৫ জনকে গ্রেফতার করা হয়। এরা সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। নেত্রকোণাতেও গ্রেফতার করা হয়েছে ২৯ জনকে। নারায়ণগঞ্জেও আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১৯ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

এছাড়া, ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১৪ জন, খাগড়াছড়িতে ১০, রাজশাহী মহানগরীতে ৪, চুয়াডাঙ্গায় ৩ জন এবং হবিগঞ্জে ২ জনকে আটক করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

শনিবারের মধ্যে বন্দিদের মুক্তি না দিলে গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর

শনিবার দুপুরের মধ্যে হামাস জিম্মিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিল হয়ে যাবে। আবারও শুরু হবে যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ